Logo
×

Follow Us

ইউরোপ

রুশ অধ্যাপকের ব্যাগে প্রেমিকার হাত

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ নভেম্বর ২০১৯, ১২:৪২

রুশ অধ্যাপকের ব্যাগে প্রেমিকার হাত

১৮১২ সালের রুশ সামরিক বাহিনীর ইউনিফর্ম পরিহিত ১৮১২ সালের রুশ সামরিক বাহিনীর ইউনিফর্ম। ছবি: বিবিসি

রাশিয়ার স্বনামধন্য ইতিহাসবিদ ওলেগ সকোলভ (৬৩) প্রেমিকাকে হত্যা করার কথা স্বীকার করেছেন। ওই প্রেমিকা তার সাবেক ছাত্রীও ছিলেন।

ছাত্রীর আইনজীবী জানিয়েছেন, ওই অধ্যাপক মাতাল অবস্থায় একটি নদীতে পড়ে গিয়েছিলেন এবং তার কাঁধে ঝোলানো ব্যাগের মধ্যে ওই নারীর হাত ছিল।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তিনি ওই নারী দেহের অংশগুলো নদীতে ফেলার জন্য সেখানে গিয়েছিলেন। এরপর আনাস্তাসিয়া ইয়েশচেঙ্কো নামে ২৪ বছর বয়সী ওই ছাত্রীর বিকৃত দেহ পুলিশ ওই অধ্যাপকের বাড়ি থেকে উদ্ধার করে।

নেপোলিয়ন বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক সকোলভ। তিনি ফ্রান্সিস এল জিয়ন ডি’অনার সম্মানে ভূষিত।

অধ্যাপকের আইনজীবী আলেকজাণ্ডার পচুইয়েভ বলেছেন, অধ্যাপক তার অপরাধ স্বীকার করেছেন। তিনি যা করেছেন তার জন্য তিনি এখন দুঃখিত এবং এখন তিনি বিচারপ্রক্রিয়াকে সহায়তা করছেন।

প্রফেসর সকোলভ পুলিশকে বলেছেন, তর্কাতর্কির সময় তিনি তার প্রেমিকাকে খুন করেন এবং তারপর করাত দিয়ে তার প্রেমিকার মাথা, হাত ও পা কেটে ফেলেন।

পচুইয়েভ বলেছেন, অধ্যাপক সকোলভ হয়ত মানসিক চাপে ভুগছিলেন। নদীতে ডুবে হাইপোথার্মিয়ার শিকার হওয়ায় বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঐতিহাসিক নেপোলিয়নের ওপর বেশ কয়েকটি বই লিখেছেন এবং বেশ কয়েকটি চলচ্চিত্রে ইতিহাস বিষয়ক উপদেষ্টা হিসাবে কাজ করেছেন। তিনি ও ইয়েশচেঙ্কো যৌথভাবে বেশ কিছু বই ও গবেষণাপত্র লিখেছেন। তারা দুজনেই ফরাসি ইতিহাস পড়েছেন এবং তারা দুজনেই ঐতিহাসিক সময়ের পোশাক আশাকে সাজগোজ করতে ভালবাসতেন।

তার শিক্ষার্থীরা তাকে প্রতিভাবান অধ্যাপক হিসেবে অভিহিত করেছে এবং বলেছে, তিনি ভাল ফরাসি বলতেন ও বিভিন্ন সময়ে নেপোলিয়নের অভিনয় করেছেন।

অধ্যাপক সকোলভ ফ্রান্সের ইন্সটিটিউট অব সোস্যাল সায়েন্স, ইকোনোমিক্স অ্যাণ্ড পলিটিক্স নামে প্রতিষ্ঠানের একজন সদস্য। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই ঘটনার পর তারা তাদের বিজ্ঞান বিষয়ক কমিটি থেকে অধ্যাপককে অপসারণ করেছে। -বিবিসি


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫